মাতৃত্ব ডট কম-এ আপনি যেসব তথ্য দিয়ে থাকেন, সেসব তথ্যের গোপনীয়তা বজায় রাখতে দৃঢ় প্রতিজ্ঞ। আপনার ব্যক্তিগত তথ্যাবলী আপনার নিকট কতটা গুরুত্বপূন সেটা মাতৃত্ব ডট কম উপলব্ধি করতে সক্ষম এবং আপনার যে সকল তথ্যাবলী মাতৃত্ব ডট কমের সাথে শেয়ার করেছেন তার গোপনীয়তা রক্ষা করার ব্যাপারে মাতৃত্ব ডট কম সবসময়ই সতর্ক ও সচেষ্ট। মাতৃত্ব ডট কম ওয়েবসাইট দর্শনের মাধ্যমে আপনি এর গোপনীয়তার নীতিমালার সাথে ঐক্যমত ঘোষনা করছেন।
আপনার যে সকল তথ্যাবলী মাতৃত্ব ডট কম সংগ্রহ করবে
আপনার থেকে সংগৃহীত তথ্যাবলী মাতৃত্ব ডট কমকে আরও ব্যবহারকারীবান্ধব ও উন্নততর করে তুলতে সাহায্য করবে। তথ্যাবলী আপনি স্বেচ্ছায় প্রদান করেন। সাধারণত রেজিস্ট্রেশন, সার্চ, পোস্ট করা, কোন জরিপ বা প্রতিযোগিতায় অংশগ্রহন বা মাতৃত্ব ডট কমের সাথে যোগাযোগের মাধ্যমে আপনি আপনার তথ্যাবলী প্রদান করেন। বিস্তারিতভাবে বললে, আপনি যখন কোন কিছু সার্চ করবেন, এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করবেন (ফেসবুক, গুগল, ইয়াহু বা ইমেইলের মাধ্যমে), মাতৃত্ব ডট কম’র সাথে ফোন, মোবাইল বা ইমেইলে বা অন্য কোন উপায়ে যোগাযোগ করবেন, কোন জরিপে অংশগ্রহন করবেন, কোন প্রতিযোগিতার জন্য রেজিস্ট্রেশন করবেন, কোন ভোট প্রদান করবেন, মাতৃত্ব সাইটের কোন লেখা, রিভিউ, মন্তব্য বা অন্য কিছু প্রদান করবেন, কোন আলোচনায় অংশগ্রহন করবেন, তখনই আপনি আপনার সম্পর্কে তথ্য প্রদান করবেন। সাধারণত এ ধরনের কার্যাবলীর মাধ্যমে আপনি আপনার নাম, বয়স, লিঙ্গ, বর্তমান ঠিকানা, ইমেইল, ফোন নাম্বার, আপনার পছন্দ, বিভিন্ন বিষয় সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি, মতামত প্রদান করেন।
এ সকল তথ্য প্রদান না করার সিদ্ধান্ত আপনি গ্রহন করতে পারেন, তবে সেক্ষেত্রে আপনি মাতৃত্ব ডট কম ওয়েবসাইটের অনেক সুবিধা গ্রহন করা থেকে বঞ্চিত হতে পারেন (উদাহরনস্বরুপ: ইমেইল ঠিকানা প্রদান না করলে আপনি মাতৃত্ব ডট কম সাইটে রেজিস্ট্রেশন করতে পারবেন না)। আপনার প্রদত্ত তথ্যাবলীর ভিত্তিতে আপনার সাথে যোগাযোগ করা হতে পারে, এই ওয়েবসাইটকে আরও উন্নততর ও ব্যবহারকারীবান্ধব করে তোলা হতে পারে ইত্যাদি।
<h2>তথ্য মুছে ফেলা</h2>
মাতৃত্ব ডট কম’র একজন গ্রাহক হিসেবে আপনার সম্পর্কে সংগৃহীত সুনির্দিষ্ট তথ্য মুছে ফেলার জন্য অনুরোধ জানাতে পারেন আমাদের যোগাযোগ পাতার মাধ্যমে। সাধারণত এধরনের অনুরোধ পাওয়ার ৭২ ঘন্টার মাঝে আমরা আপনার তথ্য মুছে ফেলবো। এছাড়াও আপনি যদি আমাদের ইমেইল তালিকায় যুক্ত থাকেন, তাহলে আপনি নিজেই সে তালিকা থেকে আনসাবস্ক্রাইব করতে পারেন।
মাতৃত্ব ডট কম – এ আপনার প্রকাশিত লেখা মুছে ফেলতে চাইলে সেসব লেখার পূর্ণ তালিকা আমাদের কাছে প্রেরণ করে রিকোয়েস্ট করবেন। প্রেরিত তালিকা ভেরিফিকেশন সাপেক্ষে ১৮০ দিনের মাঝে সেসব লেখা মুছে ফেলা হবে।
কুকি সংক্রান্ত বিষয়াদি
অন্যান্য ওয়েবসাইটের মতই মাতৃত্ব ডট কম কুকি ব্যবহার করে। কুকি হল আপনার ওয়েবব্রাউজারের মাধ্যমে আপনার কম্পিউটারের হার্ডড্রাইভে প্রবেশ করানো আলফানিউমেরিক আইডেন্টিফায়ারস যা আপনাকে এই ওয়েবসাইট ব্যবহারে অধিকতর সুবিধা প্রদান করবে। আপনি চাইলে আপনার ব্রাউজারের কুকি সেটিংস বন্ধ করে এই তথ্য সংগ্রহ বন্ধ রাখতে পারেন। সেক্ষেত্রে মাতৃত্ব ডট কম সাইটে আপনার ভ্রমন আনন্দ ও তৃপ্তিদায়ক নাও হতে পারে।
যোগাযোগ
মাতৃত্ব ডট কম থেকে এবং এর সাথে যোগাযোগের জন্য একটি কার্যকর ই-মেইল ঠিকানা প্রদান করা বাধ্যতামূলক। এই ইমেইল ঠিকানাটি কারও সাথে শেয়ার করা হয় না, শুধুমাত্র আপনার সাথে যোগাযোগের জন্য মাতৃত্ব ডট কম কতৃপক্ষ কর্তৃক ইমেইল পাঠাতে ব্যবহৃত হতে পারে। মাতৃত্ব ডট কম কখনোই আপনার পাসওয়ার্ড চেয়ে কোন ইমেইল করবে না, সুতরাং এরকম কিছু ঘটলে বা সন্দেহজনক কিছু চোখে পড়লে অবশ্যই মাতৃত্ব ডট কম-কে জানাবেন।
সাধারন ট্রানজেকশনাল যোগাযোগের পাশাপাশি মাতৃত্ব ডট কম আপনাকে প্রমোশনাল মেসেজ/ইমেইল বার্তা পাঠাতে পারে। মাতৃত্ব সাইটে রেজিস্ট্রেশন করার মাধ্যমে আপনি এধরনের বার্তা পেতে স্বীকৃতি প্রদান করছেন।
তৃতীয় পক্ষ সংক্রান্ত বিষয়াদি
এই ওয়েবসাইটে তৃতীয় পক্ষের বিজ্ঞাপন বা অন্যান্য ওয়েবসাইটের তথ্যাবলী প্রদর্শিত হতে পারে। কিন্তু আপনার সম্পর্কে তথ্যাবলী বিজ্ঞাপনদাতা বা অন্যান্য ওয়েবসাইটকে প্রদান করা হবে না সে বিষয়ে নিশ্চিন্ত থাকুন। তবে এ সকল ওয়েবসাইট বা বিজ্ঞাপন ব্যবহারের ক্ষেত্রে সেই সকল সাইট বা বিজ্ঞাপনদাতার গোপনীয়তার নীতিমালা প্রযোজ্য হবে, মাতৃত্ব ডট কম এর কোন দায় বহন করবে না।
শিশুদের জন্য নীতিমালা
মাতৃত্ব ডট কমে এমন কোন কন্টেন্ট নেই যা শিশুদের জন্য প্রযোজ্য। তথাপি এই ওয়েবসাইটের সকল তথ্যাদি সকলের জন্য উন্মুক্ত তবে ১৩ বছরের নিচের কোন শিশু এই ওয়েবসাইটে রেজিস্ট্রেশন বা তথ্যাদি প্রদান করতে পারবে না।
সংশোধন, পরিমার্জন নোটিশ
কোন প্রকার নোটিশ প্রদান ব্যতিরেকে মাতৃত্ব ডট কম যে কোন সময় এই ওয়েবসাইটের নীতিমালা সংশোধন করতে পারে। এই সকল পরিবর্তন ব্যবহারকারীদের সুবিধার্থে নোটিশের মাধ্যমে জানানো হতে পারে। নীতিমালা পরিবর্তনের আগে সংগৃহীত তথ্যাবলী সংশোধনের আগের নীতিমালা এবং পরিবর্তনের পরে সংগৃহীত তথ্যাবলী সংশোধনের পরের নীতিমালা অনুযায়ী সংরক্ষিত হবে।
সম্মতি প্রদান
মাতৃত্ব ডট কম ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করার মাধ্যমে আপনি এ সকল বিষয়ে সম্মতি প্রদান করছেন। নীতিমালা পরিবর্তনের পূর্বে অথবা পরে যখনই আপনি রেজিস্ট্রেশন করে থাকুন না কেন, এই নীতিমালা মেনে চলার ব্যাপারে আপনি সম্মতি প্রদান করছেন, সুতরাং মাতৃত্ব ডট কম সংক্রান্ত নীতিমালা মেনে চলুন।