আমরা জানি গর্ভবতী হওয়ার সাধারণ লক্ষণগুলোর একটি হচ্ছে মাসিক মিস হওয়া।
এছাড়াও আরো যেসব লক্ষণ আছে যেমন শরীরের তাপমাত্রা বেড়ে যাওয়া, স্পোর্টিং এবং সাদা স্রাব, বমি বমি ভাব, স্তনে কমল এবং ফোলা ভাব এবং চাপ দিলে ব্যাথা অনুভব হওয়া। শারীরিক অবসন্নতা বোধ, বারবার প্রস্রাব হওয়া, অনেক সময় পেট ফুলে যাওয়ার মত অনুভূতি হওয়া, মেজাজের তড়িৎ উঠানামা, খাবারে অনিহা এগুলো প্রেগনেন্সির লক্ষণের মাঝে অন্যতম।
যেটা জানার ইচ্ছা সেটা হলঃ প্রথমবার প্রেগন্যান্ট হবার সময় কি স্পেশাল কোন লক্ষণ আছে?