সাধারণত ফর্মুলা বানানোর ২ ঘণ্টার মাঝে সেটা খাওয়াতে হবে, এবং বাচ্চাকে খাওয়ানোর পরে ফর্মুলা যদি কিছু থেকে যায় সেটা এক ঘন্টার মাঝে খাওয়াতে হবে। যদি বানানো ফর্মুলা খাওয়ানো না যায়, তাহলে সাথে সাথে ফ্রিজে রেখে দিবেন। সেটা ২৪ ঘন্টার মাঝে খাওয়ানো যাবে।
ফ্রিজে রেখে দেওয়ার ফর্মুলা ওভেনে বা অন্য কোন উপায়ে গরম দিবেন না। বরং উষ্ণ গরম পানিতে ফর্মুলার বোতলটা রেখে দিন এতে বাচ্চা খাওয়ার মত যথেষ্ট গরম হয়ে যাবে।
তথ্যসূত্রঃ সিডিসি ডট গভ
আরো পড়ুনঃ মাতৃত্ব সাইটে ফর্মূলা টপিকে সকল লেখা