অনেকেই বলে মায়ের বুকের দুধ নাকি ফেলনা না, কোন না কোন কাজে ব্যবহার করা যায়। কেউ কেউ অতিরিক্ত বুকের দুধ বাচ্চার গোসলের মিশিয়ে দিতে বলে, আবার কেউ বাঁচার ত্বকের সমস্যায় বুকের দুধ কয়েক ফোটা দিতে বলে।
সবচেয়ে অদ্ভুত হলো বাচ্চার কানে সমস্যা হলে নাকি বুকের দুধের একটা ড্রপ দেয়া যায়। এতে নাকি কানের সমস্যা ভালো হয়ে যায়!
এইসব কথা কি আসলেই সত্যি?
যদি সত্যি হয়ে থাকে, তাহলে যদি কোন এভিডেন্স কেউ শেয়ার করতে পারেন