পিঠাপিঠি বাচ্চার মাঝে যেটা হয় সেটা Siblings rivalry
কিন্তু সদ্য বাসায় আসা নবজাতকের প্রতি ঈর্ষাপরায়নতা খুব স্বাভাবিক। কারণ হঠাৎ করেই সে বুঝতে পারে তার জায়গায় আরেকজন ভাগ বসিয়েছে।
কীভাবে এর জন্য প্রস্তুতি নিয়েছিলেন?
বড় বাচ্চার এমন কোন কথা যেটা আপনার হৃদয়কে ভেঙ্গে দিয়েছিলো সেটা আমাদের জানাতে পারেন।
নিজের কথা বলিঃ
একদিন ছোটজনকে নার্সিং করার সময় ১৯ মাস বয়সী বড় মেয়েটা হঠাৎ রেগে কান্না করে আধো-আধো বোলে বললো, "তোমাত তাতে রাগ কচ্চি"
বোঝাতে চাইলো, সে আমার সাথে রাগ করেছে।
অথচ এত ছোট বাচ্চা যে কারো সাথে রাগ করা কী জিনিস জানার কথা না!
এতটা খারাপ লাগলো, সাথে সাথে তাকে জড়িয়ে ধরে চুমোয় ভরিয়ে দিলাম। বারবার আশ্বস্ত করলাম যে মা তাকে অনেক ভালবাসে।
এরপর থেকে বড়জনকে সবসময় ছোটজনের চেয়ে বেশিই আদর করি!
মাশা আল্লাহ আমার এই মেয়ে এখন বেশ বুঝদার