এনাল ফিশার ক্রণিক নাকি একিউট এটা বুঝতে হবে। কারণ ক্রনিক হলে সেটা সার্জারির মাধ্যমে ট্রিটমেন্ট করতে হয় এবং এনাল স্পিঙ্কচার কেটে ফেলার দরকার পড়ে।
ভ্যাজাইনাল বা নরমাল ডেলিভারিতে পেলভিক মাসলের সম্ভাব্য যে ক্ষতি হয় এবং পায়ুপথের মাসলের - এটা বিবেচনায় আনতে হয়। কারণ ক্রনিক সার্জারি ও নরমাল ডেলিভারি দুইয়ে মিলে stool incontinence এর দিকে নিয়ে যেতে পারে। তাই পুরো বিষয়ে সিদ্ধান্ত নেয়ার আগে এনাল ফিসারের বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেয়া জরুরী। এরপর আপনার গাইনি ডাক্তারই ভাল পরামর্শ দিতে পারবেন।
অনুবাদের মূল: human.com.sg