মাতৃত্বর কমিউনিটি গ্রুপে অনেক আপুরা নিয়মিত বিভিন্ন প্রশ্ন করেন। আমাদের টিম এবং গ্রুপের সক্রিয় আপুরা সেগুলোর উত্তর দেন।
প্রেগনেন্সিতে একজন মায়ের মনে প্রতিনিয়ত অনেক প্রশ্ন আসে, এবং ছোট হোক বা বড়, উনার এসব প্রশ্নের উত্তর দরকার।
আপনি কি জানেন এ ধরনের প্রশ্ন উত্তর সাপোর্টের জন্য আমাদের একটি সার্ভিস আছে?
এটার নাম ভার্চুয়াল দৌলা সার্ভিস।
প্রেগন্যান্ট অবস্থায় প্রেগনেন্সির সংক্রান্ত যে সমস্ত প্রশ্ন আপনার মনে আসে, একজন প্রশিক্ষিত দৌলা আপনার সেসব প্রশ্নের উত্তর দিবেন।
দারুন বিষয় হচ্ছে এই সেবাটি একেবারেই ওয়ান টু ওয়ান - আপনার সাথে এসাইন করা দৌলা আপনার শারীরিক হিস্ট্রি জানবেন, আপনার কি সমস্যা আছে, কোন কোন বিষয়ে ইমপ্রুভমেন্ট দরকার এসব বিষয়গুলো বিবেচনায় রেখেই তিনি আপনার প্রশ্নগুলোর উত্তর দিবেন।
এখানেই শেষ নয়, দৌলা নিয়মিত আপনার খোঁজখবর নিবেন, আপনাকে বিভিন্ন বিষয়ে গাইড করবেন এবং চেষ্টা করবেন যেন আপনার সন্তান প্রসবের অভিজ্ঞতা ভালো হয়, যেন আপনি একটি স্বাভাবিক প্রাকৃতিক প্রসবের অভিজ্ঞতা পেতে পারেন।
আপুরা কেউ এই ধরনের পার্সোনালাইজড সেবা পেতে চাইলে এই WhatsApp নাম্বারে নক করুন 01531717002
ভার্চুয়াল দৌলা সেবার আরও বর্ধিত রূপ হল অফলাইন দৌলা সেবা, পুরো প্রেগনেন্সিতে আপনার দৌলা ভার্চুয়ালি অনলাইন মাধ্যমে আপনার সাথে তো যুক্ত থাকবেন, এরপর প্রসব বেদনা শুরু হলে তিনি আপনার প্রসবের স্থান ( যেমন হাসপাতাল) চলে যাবেন এবং সে সময় আপনার সাথে থেকে আপনাকে শারীরিক (ম্যাসাজ)এবং মানসিকভাবে (উৎসাহ মূলক কথা) উজ্জীবিত করে রাখবেন।
আপনার ডাক্তার কিংবা মিডওয়াইফের সাথে আপনার প্রতিনিধি হিসেবে কথা বলবেন, She'll be your voice to the healthcare system
এই অফলাইন সেবাটি এখন পর্যন্ত শুধুমাত্র ঢাকায় পাওয়া যাচ্ছে।
আর একটা বিষয়: দৌলা কিন্তু মিডওয়াইফ বা ডাক্তারের ভূমিকা পালন করেন না, বরং উনি আপনার সহায়তাকারী, your guide to birth process and your voice
এই জুলাই মাসে অফলাইন সেবাতে আমরা একটা বড় ছাড় দিচ্ছি। যাদের EDD জুলাই 2024 এ, ঢাকায় আছেন এবং একজন অভিজ্ঞ দক্ষ দৌলা হায়ার করতে চান অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে (+8801531717002) নক করুন
মহান সৃষ্টিকর্তা আপনার মাতৃত্ব যাত্রাকে কল্যাণে পরিপূর্ণ করুন ❤
মাতৃত্ব ডুলা সেবার বিস্তারিত