গর্ভাবস্থায় মেনথলের নিরাপত্তার বিষয়ে ততটা জানা যায় না। যদিও গর্ভাবস্থায় মেনথল ব্যবহারে নেতিবাচক প্রভাবের কোনও রিপোর্ট পাওয়া যায়নি, বিশেষজ্ঞরা সতর্কতার পরামর্শ দেন। এর কারণ মেন্থল রক্তপ্রবাহে শোষিত হয়ে গর্ভস্থ শিশুর কাছে পৌঁছাতে পারে।
আপনি যদি গর্ভবতী হন এবং মেনথলের ভাপ নেয়ার কথা ভাবেন, প্রথমে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত হবে। ডাক্তার আপনার অবস্থা ও লেটেস্ট রিসার্চ ও প্র্যাকটিসের ভিত্তিতে সাজেশন দিতে পারবেন।
অনলাইনে সুলভে ডাক্তারের সাথে পরামর্শ করতে পারবেন মাতৃত্ব ক্লিনিকে (মাত্র ১৫০ টাকা থেকে শুরু!)
গর্ভাবস্থায় কাশি বা গলা ব্যথার home relief এর জন্য এখানে কিছু নিরাপদ বিকল্পের কথা তুলে ধরছি:
- উষ্ণ লবণ জল কুলকুচি করা
- লবঙ্গ দিয়ে গরম পানি কুলকুচি বিশ্রাম
- শুধু গরম পানির ভাপ নেয়া
- মধু (যদি অ্যালার্জি না থাকে)
- বিশ্রাম