আপনারা জানেন কি?
বাচ্চারা বড়দের চেয়ে বেশি হাড় নিয়ে জন্মায়? বড়দের থাকে ২০৬ টা হাড্ডি। আর নবজাতকের থাকে ৩০০ টা। তারা বড় হতে হতে হাড়গুলো একটি আরেকটির সাথে জোড়া লেগে ৩০০ থেকে ২০৬ টি হাড়ে পরিণত হয়।
স্বাভাবিক প্রসবকে সহজ করার জন্য আল্লাহ কত কত কৌশল করে দিয়েছে যা কল্পনাতীত। আমরা যদি শিশু জন্মের ব্যাপারে এসব খুটিনাটি জানতাম তাহলে কি মনে কখনো সন্দেহ আসতো যে আমরা কি আসলে পারবো কিনা? মায়ের প্রসবের চাপা রাস্তা দিয়ে একটা বাচ্চা বের হবার জন্য শুধু মাত্র খুলিতেই ৫টা প্রধান হাড়ে ভাগ করা থাকে, যেগুলো তারা বড় হতে হতে মিলিয়ে গিয়ে ১ টা হাড় হয়ে যায়।
So trust Allah's process. Allah has built you to do this. Prepare well and trust yourself and Allah.